ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কোচিন শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পোস্টে মোট ২৬১ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CSL/P&A/RECTT/PERMANENT/WORKMEN ON REGULAR CADRE/2022/5।

আরও পড়ুন -

আবেদন করতে হবে অনলাইনে ৬ জুন, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সিনিয়র শিপ ড্রাফটসম্যান (মেকানিকাল)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

২) সিনিয়র শিপ ড্রাফটসম্যান (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

আরও পড়ুন - মহিলাদের স্বাস্থ্য সচেতনতার নজির গড়ে সম্মানিত বিশ্বমঞ্চে

৩) সিনিয়র শিপ ড্রাফটসম্যান (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা


৪)  সিনিয়র শিপ ড্রাফটসম্যান (ইনস্ট্রুমেন্টেশন)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

৫) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

৬) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

৭) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

৮) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ABAP)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

৯) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

১০) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

আরও পড়ুন - পরিবারিক সিনেমা হাবজি-গাবজি, দেখুন ট্রেলার

১১) স্টোর কিপার
শূন্যপদ - ৪টি
যোগ্যতা -  ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

১২) জুনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৩,৫০০/- টাকা - ৭৭,০০০/- টাকা

১৩) অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

১৪) ওয়েলডার কাম ফিটার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)
শূন্যপদ - ১০৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

১৫) ওয়েলডার কাম ফিটার (প্লাম্বার)
শূন্যপদ - ৪০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

আরও পড়ুন - সরকারি বাসে রাজ্যের মুখ্যমন্ত্রী

১৬) ওয়েলডার কাম ফিটার (মেকানিক)
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

১৭) ওয়েলডার কাম ফিটার (ফিটার)
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

১৮) ওয়েলডার কাম ফিটার (শিট মেটাল ওয়ার্কার)
শূন্যপদ - ৪১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

১৯) ফিটার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

আরও পড়ুন - রাজ্যের চতুর্থ বাণিজ্যিক বিমানবন্দর পেতে চলেছে বার্নপুর

২০) ফিটার (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা

২১) শিপরাইট উডস
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২২,৫০০/- টাকা - ৭৩,৭৫০/- টাকা                                                                                                                                    বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।                                                                                                         তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল টেস্ট দিতে হবে।

পোস্ট অনুযায়ী লিখিত পরীক্ষার ধরণ, নম্বর, সিলেবাস প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in এ।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in এর মাধ্যমে ৬ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই ইমেল আইডিতে career@cochinshipyard.in এ। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ